× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১০:২৪ এএম

ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান

ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান

আসন্ন ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিবিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। 

তিনি বলেন, ঈদযাত্রায় স্বস্তি দিতে ঈদের আগে ৪, ৫ ও ৬ জুন এবং ঈদের পরে ১২, ১৩ ও ১৪ জুন- এই ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে গরুবাহী যানবাহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী পণ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

সড়ক ও মহাসড়কে কোরবানির পশুরহাট বসতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো, রেলের অতিরিক্ত কোচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদে বিদ্যুতের চাহিদা কম থাকবে বলেও জানান তিনি।

এখন ৬০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে- এমন তথ্য দিয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, লোডশেডিং অ্যাড্রেস করছি। অতিরিক্ত লোডশেডিংটা জেনারেশনের স্বল্পতার জন্য নয়। এটা গ্রিডের সমস্যার জন্য হইছে। এছাড়া নতুন বাড়তি জ্বালানি আনছি। তেলের মেশিনগুলো চালানোর উদ্যোগ নিয়েছে। ঈদে মানুষ গ্রামে চলে গেলে এসির লোড কমে যাবে। বিদ্যুতের সমস্যা হবে না। আমরা চারটা (কার্গো) এলএনজি আনতেছি।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের প্রস্ততি আমরা নিচ্ছি। গত ঈদে দেড় কোটি মানুষ যাতায়াত করেছেন। ঈদের সময় যাতায়াতের ক্ষেত্রে নাগরিকরা যেন খারাপ অভিজ্ঞতার মধ্যে না পড়েন সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

এবার যেহেতু কোরবানির হাট ও পশু পরিবহনের ব্যাপার রয়েছে, পশুর হাটে গরু বিক্রির টাকা যেন নিরাপদে বহন করতে পারেন সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, যাত্রী, পরিবহন মালিক সমিতি, শ্রমিক নেতা- সবার সহযোগিতা আমরা চাই। যেকোনো ধরনের অভিযোগ জানালে কুইক রেসপন্স করার প্রস্তুতি রাখা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের পারাপারের নিমিত্ত পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা, কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদের এক সপ্তাহ আগে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়ীয়া বাস টার্মিনালসহ দেশের সব বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ লক্ষ্যে বিআরটিএ, ডিএমপি, সিটি করপোরেশন এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে পৃথক ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে।

ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪’-এ উল্লিখিত নির্ধারিত গতিসীমা অনুযায়ী বিভিন্ন মোটরযানের চলাচল নিশ্চিত করতে বলা হয়। সওজের আওতাধীন নয়টি সেতু ও মহাসড়কে যথাক্রমে কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোলপ্লাজা, নাটোর, লালন শাহ সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, যমুনা সেতু ও কর্ণফুলী টানেলে ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখতে হবে। সম্ভব হলে বিভিন্ন সেতু পারাপারের জন্য (ঈদের আগে ওপরে ছুটির সময়ে) অগ্রিম টোল টিকেট বিক্রয়ের ব্যবস্থা করতে হবে।

এছাড়া ভাংতি টাকায় টোল পরিশোধের জন্য ব্যাপক প্রচার করতে হবে। টোল প্লাজাগুলো পশুবাহী গাড়ির জন্য পৃথক লেনের ব্যবস্থা করতে হবে। ‘উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি’, ‘জেলা সড়ক নিরাপত্তা কমিটি’, ‘মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি’ সড়ক/মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য ঈদের আগে সভা করে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। সভার কার্যবিবরণী ই-মেইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠাতে হবে। ঈদ উপলক্ষে ঢাকা মহানগরী থেকে বিভিন্ন জেলা শহর ও গুরুত্বপূর্ণ স্থানে স্পেশাল ঈদ সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি এবং বিষয়টি বিজ্ঞপ্তি দ্বারা জনসাধারণকে অবহিত করতে হবে। স্পেশাল সার্ভিসের জন্য বিআরটিসির স্ট্যান্ডবাই বাস প্রস্তুত রাখতে হবে।

এছাড়া ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ঢাকা মেট্রো এলাকার বিআরটিসি বাস ডিপোসগুলোর বাস ঢাকা শহর অতিক্রম না করা (যেমন গাবতলী/কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী/রংপুর বিভাগ এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম/সিলেট বিভাগে চলাচলের ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

 মা-বাবার গালমন্দে কিশোরীর আত্মহত্যা

মা-বাবার গালমন্দে কিশোরীর আত্মহত্যা

 নজরুল জয়ন্তী জাতীয়করণের দাবিতে  ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নজরুল জয়ন্তী জাতীয়করণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সংশ্লিষ্ট

বাংলাদেশ-জাপান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিত

বাংলাদেশ-জাপান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিত

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

জননিরাপত্তায় বিভিন্ন ক্যাম্পের ফোন নম্বর দিয়েছে সেনাবাহিনী

জননিরাপত্তায় বিভিন্ন ক্যাম্পের ফোন নম্বর দিয়েছে সেনাবাহিনী

সারা দেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ

সারা দেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ