কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘন্টা আগে

আপডেট : ৩ ঘন্টা আগে

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে ৫ আগস্ট-পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে।

সাংবাদিকসহ বিভিন্নজনের নামে মিথ্যা মামলা হচ্ছে- এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন। যখন একজন বাদী নিয়ে আসেন তখন সেটি আমাদের মামলা হিসেবে রুজু করতে হয়।

আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই।

তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া, এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

কর্মীদের জীবন নিয়ে উদাসীন কর্তৃপক্ষ

কর্মীদের জীবন নিয়ে উদাসীন কর্তৃপক্ষ

হাসিনাকে ‌‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদী

হাসিনাকে ‌‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদী

মন্তব্য করুন