× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ০২:১১ এএম

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ সিদ্ধান্তের পর দলটির নেতাকর্মীরা সারা দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১০ মে) দিবাগত রাতের পর এক ফেসবুক পোস্টে তিনি জানান, “বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত নিষিদ্ধ হওয়া অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান। ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”

এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে রাত ১১টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে। সংশোধিত আইনের আওতায় ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির সব ধরনের কার্যক্রম, সাইবার স্পেসসহ, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।”

আইন উপদেষ্টা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। পাশাপাশি, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

সংশ্লিষ্ট

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

৩০ কার্যদিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

৩০ কার্যদিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

মাথা খারাপ হয়েই বাংলাদেশের  মিডিয়ার সম্প্রচার বন্ধ করছে ভারত

মাথা খারাপ হয়েই বাংলাদেশের মিডিয়ার সম্প্রচার বন্ধ করছে ভারত