নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১২:৪২ পিএম
জাতীয় নির্বাচনের রোডম্যাপ রোববার ঘোষণা হতে পারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, “ভোটের রোডম্যাপ নিয়ে রোববার সংবাদ ব্রিফিং হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু একাধিক বিষয় নিয়ে আলাপ করতে হবে, তাই আজই সব চূড়ান্ত করা নাও যেতে পারে। এ কারণে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”
তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনার পর অগ্রগতির তথ্য প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন পেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র