ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১১:২৬ পিএম
সরকারি ব্যয়ে বিদেশ সফর ও যানবাহন কেনায় নিষেধাজ্ঞা
২০২৫-২৬ অর্থবছরে কৃচ্ছ্র নীতির অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোতে নতুন গাড়ি কেনা ও বিদেশ সফর সাময়িকভাবে স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন বা পরিচালন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওএন্ডই অন্তর্ভুক্ত গাড়ি প্রতিস্থাপনের প্রয়োজন হলে, অর্থ বিভাগের পূর্বানুমতি নিয়ে সে ব্যয় করা যাবে।
এছাড়া, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ছাড়া অন্যান্য খাতে নতুন ভবন (আবাসিক বা অনাবাসিক) নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে। চলমান প্রকল্পের কাজ যদি ৫০ শতাংশের বেশি অগ্রসর হয়ে থাকে, তাহলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে তা শেষ করা যাবে।
উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন যানবাহন কেনা, ভূমি অধিগ্রহণ কিংবা থোক বরাদ্দ খরচের ক্ষেত্রেও জারি হয়েছে কড়াকড়ি। এসব খাতে ব্যয় করতে হলে আগে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।
সরকারি অর্থে বিদেশ সফরের বিষয়েও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। কোনো কর্মকর্তা সেমিনার, কর্মশালা কিংবা সিম্পোজিয়ামে অংশ নিতে পারবেন না। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় বা সংস্থার অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি পড়তে যাওয়া কিংবা পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে, নির্ধারিত শর্ত মেনে।
সবশেষে বলা হয়েছে, বিদেশ সফরসংক্রান্ত যেকোনো উদ্যোগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে।
ভোরের আকাশ/হ.র