× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতর্ক দৃষ্টি সবার

রাজনীতিতে ষড়যন্ত্রের আভাস

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৯:৫৩ এএম

ছবি : ভোরের আকাশ

ছবি : ভোরের আকাশ

রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের অধিকাংশ রাজনৈতিকদলসহ সরকারের দায়িত্বশীলরা। গত দু-একদিনের বক্তব্য বিবৃতি থেকে এমন আভাস স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান আছড়ে পড়ে মর্মান্তিক ঘটনার বেদনা বহন করছে যখন সারা জাতি, ঠিক সেই সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে জুলাই আন্দোলনের পক্ষে থাকা সকল রাজনৈতিক শক্তির ঐক্য ধরে রাখার সুস্পষ্ট তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এ বিষয়ে জরুরিভাবে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও করেছেন। রাজনৈতিক নেতাদের কণ্ঠেও উচ্চারিত হচ্ছে- একই রকম সূর।

সূত্র বলছে, ফ্যাসিবাদ চক্রের উত্থান রোধে সরকারের পাশাপাশি ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল।

রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আবারো আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানের চক্রান্ত চলছে। নেতাকর্মীরা বলছেন, এ পরিস্থিতি দেশকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে।  একই সঙ্গে ফ্যাসিবাদ চক্র যাত মাথাচড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সতর্ক ও সজাগ থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনসহ দলগুলোর নেতাকর্মী। যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই মোকাবিলা করার প্রস্ততি রাখার কথা বলছে নেতাকর্মীরা। মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলে বলে মত দিয়েছে প্রধান উপদেষ্টা।

এদিকে  ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান দলগুলোর নেতারা। পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণসমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করার জোর দাবি জোরদার হয়েছে।

সূত্র মতে, জুলাই-আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের বিস্ফোরণের মুখে ৫ আগস্ট গণতন্ত্র ও স্বৈরাচার শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও তাদের দোসরা এখনও দেশকে অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত। হাসিনামুক্ত বাংলাদেশ হলেও তাদের দোসরা এখন দেশের প্রতিটি সেক্টরে রয়েছে। গণতন্ত্রকে নস্যাৎকারীরা আবারও সংগঠিত হয়ে সেনাবাহিনী, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে উসকে দিয়ে মবক্রেসি মাধ্যমে সহিংসতা তৈরির করছে। মিটফোর্ট হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড ও গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাসহ বিভিন্ন নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনা দেশে মাফিয়া চক্রের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস, ব্যাংকগুলো লুটপাট, লাখো-কোটি টাকা বিদেশে পাচার, প্রশাসনকে আওয়ামী দলীয়করণ বিচার বিভাগকে হুকুমের গোলাম ও দলীয় অস্ত্র, একদলীয় স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত, বিরোধী মতকে দমন-পীড়ন, গুম, খুন, হামলা-মামলা, আয়নাঘর ও টর্চারসেল তৈরিসহ নানাভাবে নির্যাতন করেছিল। গোটা দেশ একটি কসাইখানায় রূপান্তরিত করছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদ চক্র জোটবদ্ধ হয়ে নানা চক্রান্ত করছে বলে মনে করছেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদরা।

তারা মনে করেন, গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদ চক্র উত্থান রোধে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানের চক্রান্ত চলছে, যা দেশকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে। রাজনীতিবিদের অভিমত, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না- তারা আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকে নস্যাৎকারীরা আবারও সংগঠিত হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। ছিনতাই-মবক্রেসি ভয়ংকর রূপে বাড়ছে।

রাজনীতিবিদরা মনে করছেন, দেশের অগণতান্ত্রিক সংকট নিরসনে একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সংস্কারগুলো এরই মধ্যে চলমান থাকবে। এজন্য জাতীয় ঐক্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিভক্ত না হয়ে আমরা যেন প্রধান লক্ষ্যগুলোকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ থাকি এবং গণতন্ত্রের উত্তরণের বিষয়টি নিশ্চিত করি। বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে, নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন রাজনৈতিক দলের নেতারা।

গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে, নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও বলেন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ।

যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে : এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না-তারা আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকে নস্যাৎকারীরা আবারও সংগঠিত হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। ছিনতাই-মবক্রেসি ভয়ংকর রূপে বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, জুলাই-আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ফ্যাসিস্ট রোধে বিএনপি ও তার অঙ্গ সংসগঠন সব সময় সজাগ ও সতর্ক রয়েছে বলেও জানান দলটির মহাসচিব।

তিনি বলেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, ড. মুহাম্মদ ইউনূসের।

তিনি আরও বলেন, সুযোগ আমাদের সামনে এসেছে। হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে, তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে। তাই তারা ফ্যাসিবাদমুক্ত করেছে ত্যাগ স্বীকার করে। সবাই যেনো একটি বিষয়ে একমত হই, যেনো কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেই।

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে : বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। এ লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, তাদের স্মরণ করে ফ্যাসিবাদ ও দুর্নীতির মূলোৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও জিতব ইনশাল্লাহ।  

জামায়াতের আমির বলেন, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, স্বৈরাচারের কঠিন অন্ধকার যুগের যাঁতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন; আমরা তাদের সবার কাছে গভীরভাবে ঋণী। জামায়াতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন ফ্যাসিবাদ উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানের চক্রান্ত চলছে, যা দেশকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে শিক্ষার্থীদের উসকে দিয়ে সহিংসতা তৈরির যে অপচেষ্টা চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। জাতি যখন সামরিক বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন, তখন নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের আন্তরিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার কথা ব্যক্ত করেন তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না, পুরনো ফ্যাসিবাদ নির্মূল হয়েছে এবং নতুন ফ্যাসিবাদ গজাতে দেওয়া যাবে না।ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে এবং দেশের প্রতিটি স্থানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
‘একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না’

‘একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটিতে ৩ নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটিতে ৩ নেতার পদত্যাগ

এপ্রিল ফুল নয়, নির্বাচন হতে হবে ডিসেম্বরে—১২ দলীয় জোটের দাবি

এপ্রিল ফুল নয়, নির্বাচন হতে হবে ডিসেম্বরে—১২ দলীয় জোটের দাবি

করিডোর নিয়ে সরকার দেশকে বিপদে ঠেলে দিচ্ছে: আমীর খসরু

করিডোর নিয়ে সরকার দেশকে বিপদে ঠেলে দিচ্ছে: আমীর খসরু

 টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুলের তিন শিক্ষার্থী আহত

টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুলের তিন শিক্ষার্থী আহত

 না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম।! কিছু একটা ব্লাস্ট হলো

হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম।! কিছু একটা ব্লাস্ট হলো

 ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

 হোসেনপুরে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

হোসেনপুরে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

 গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১

 রাতে যেসব জেলায় ঝড় বইতে পারে

রাতে যেসব জেলায় ঝড় বইতে পারে

 নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম

নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম

 মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

 দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

 পিরোজপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

পিরোজপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

 শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

 ৫ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা: আবহাওয়া অফিস

৫ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা: আবহাওয়া অফিস

 গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

 দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

 সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

 চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

 একদল গণতন্ত্র বানচাল করতে চায়: মুশফিকুর রহমান

একদল গণতন্ত্র বানচাল করতে চায়: মুশফিকুর রহমান

 রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

সংশ্লিষ্ট

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার বদল, পরিচ্ছন্নতা শুরু ‘ফ্যাসিজম ইনস্টিটিউট’ নামে

আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার বদল, পরিচ্ছন্নতা শুরু ‘ফ্যাসিজম ইনস্টিটিউট’ নামে

শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়