‘শাপলা প্রতীকে’ অনড় এনসিপি, ইসির তালিকা থেকে প্রতীক চাইলো কমিশন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে বিবেচিত হয়েছে। তবে দলটির পছন্দের তালিকায় প্রথম প্রতীক ছিল ‘শাপলা’। নির্বাচন পরিচালনা বিধিমালায় এ প্রতীক না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।এই পরিস্থিতিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে কমিশনের সংরক্ষিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে জানাতে এনসিপিকে অনুরোধ করেছে ইসি।চিঠিতে কমিশন জানিয়েছে, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। আবেদনপত্রে দলটি ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী শাপলা প্রতীক তালিকায় নেই। তাই আইনি বিধান অনুসারে কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই বেছে নিতে হবে।ইসি আরও জানায়, নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নিতে দ্রুত একটি প্রতীক বেছে নেওয়া জরুরি। এজন্য ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে হবে।এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বেছে নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ–পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।তবে এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, “যেহেতু শাপলা দিতে আইনগত কোনো বাধা নেই, তাই আমরা শাপলাই চাই। বিকল্প কোনো প্রতীক আমরা ভাবছি না। কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে এবং নিরপেক্ষ নেই। একটি বিশেষ দলের ইঙ্গিতে আমাদের পছন্দের প্রতীক দেওয়া হচ্ছে না।”তিনি আরও বলেন, “প্রতীক তালিকায় শাপলা না থাকলে কমিশন চাইলে সেটি অন্তর্ভুক্ত করতে পারে। এটি তো সামান্য সময়ের বিষয়। কিন্তু তারা তা না করে আমাদের ওপর প্রতীক চাপিয়ে দিচ্ছে। আমরা শাপলা প্রতীকেই অটল আছি।”ভোরের আকাশ // হ.র