নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ০৩:২০ পিএম
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের
রাজধানীতে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশস্থলে ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান শুনতে পাওয়া যায়। ‘তুমি কে, আমি কে-মুসলিম মুসলিম’, ‘বয়কট, বয়কট-ইসরায়েল বয়কট’, ‘মুসলিম জাতি জেগে ওঠো, ফিলিস্তিন স্বাধীন করো’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের সহযোগিতায় গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে।
তারা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর একপেশে ভূমিকা ও নীরবতায় আমরা হতাশ। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, তবুও যুদ্ধ থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেই। আমরা ওআইসি-সহ সব আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে সক্রিয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।
এ সময় সমাবেশস্থল থেকে দেশবাসীকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/বিব