ধর্ম ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০২:৩৮ এএম
কোরআনের আলোকে জান্নাতিদের বসার আসন ও স্থান
পবিত্র কোরআনের সুরা ওয়াকিয়া সহ বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তায়ালা কিয়ামত, নেককার বান্দা, জান্নাত, জাহান্নাম ও নেয়াতমরাজি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। বিশেষ করে জান্নাতিদের বসার আসন ও তাদের বসার স্থানকে অত্যন্ত সুন্দর ও চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করেছেন।
সুরা ওয়াকিয়ার আয়াতে উল্লেখ রয়েছে, জান্নাতীরা সোনার তার দিয়ে নির্মিত এবং সোনা, মণি, রত্নে খচিত আসনে পরস্পরের মুখোমুখি বসবে। তারা বালিশের ওপর হেলান দিয়ে বসবে, যেন তারা একে অপরের সঙ্গে আরামদায়ক অবস্থানে থাকবে।
আরও বর্ণিত হয়েছে, জান্নাতের বাগানসমূহে বসার স্থানগুলো অত্যন্ত সুন্দর ও মনোরম সাজানো থাকবে। উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা, পানিপাত্র, সারি সারি উপাধান এবং গালিচা বিছানো বিছানা থাকবে, যা আরামদায়ক পরিবেশ তৈরি করবে (সূরা আল-গাসিয়াহ, আয়াত ১৩-১৬)।
সুরা আর-রাহমানের আয়াতে বলা হয়েছে, তারা বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে হেলান দিয়ে, আর দুই উদ্যানের ফল থাকবে কাছাকাছি (আয়াত ৫৪)। এছাড়া, সুরা আত-তূরে উল্লেখ রয়েছে, তারা শ্রেণীবদ্ধভাবে সাজানো আসনে বসবে, আর তাদের মিলন ঘটানো হবে আয়তলোচনা হূরের সঙ্গে (আয়াত ২০)।
এই বর্ণনা থেকে বোঝা যায়, জান্নাতিরা তাদের বসার আসনে পরস্পর ভাই ভাইয়ের মতো বসে সুখ-সান্ত্বনা উপভোগ করবে। জান্নাতের এমন চমৎকার পরিবেশ এবং বসার ব্যবস্থা মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
ভোরের আকাশ//হ.র