ধর্ম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১২:২৪ এএম
স্পেন থেকে মক্কা, ঘোড়ায় চড়ে সাত মাসের হজযাত্রা সম্পন্ন
যেখানে লাখো মুসলমান হজ পালনের উদ্দেশ্যে আকাশ বা স্থলপথে দ্রুত মক্কায় পৌঁছাচ্ছেন, সেখানে এক ব্যতিক্রমী নজির গড়েছেন তিন স্প্যানিশ মুসলিম। ঘোড়ায় চড়ে ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাত মাসে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন তারা।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার আলমোনাস্তার লা রিয়াল এলাকার একটি ঐতিহাসিক মসজিদ থেকে ২০২৩ সালের অক্টোবরে যাত্রা শুরু করেন আবদেলকাদির হারকাসি আইদি, তারেক রদ্রিগেজ এবং আবদাল্লাহ রাফায়েল হেরনান্দেজ মানচা। যাত্রার শুরুতে তাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ মেসবাহি, যিনি ঘোড়ার শারীরিক সমস্যার কারণে পথ ছেড়ে দিতে বাধ্য হন।
এই ঐতিহাসিক হজযাত্রার পেছনে ছিল এক ঐতিহ্যবাহী আন্দালুসীয় রুট পুনরুজ্জীবনের অভিপ্রায়, যা প্রায় ৫০০ বছর আগেও মুসলিমরা অনুসরণ করতেন। হেরনান্দেজ মানচা, একজন ইতিহাস শিক্ষক, যিনি ৩৬ বছর আগে ইসলাম গ্রহণ করেন, জানান—এই যাত্রা ছিল তার সেই আত্মিক অঙ্গীকার পূরণের মাধ্যম।
এই দীর্ঘ সফরের জন্য চার বছর ধরে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছেন তারা। প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। নিজেরাই রান্না করেছেন, রাত কাটিয়েছেন তাবুতে। অর্থ সংকটে পড়লে বিভিন্ন দেশের সাধারণ মানুষের সহানুভূতিতে পথ চলেছেন তারা।
ফ্রান্স, ইতালি, বসনিয়া, সার্বিয়া, তুরস্ক, সিরিয়া, জেরুজালেম ও জর্ডান হয়ে তারা পৌঁছান সৌদি আরবে। ইতালির ভারোনায় সৌদি ইনফ্লুয়েন্সার আবদুর রহমান আল-মুতাইরির সহায়তায় পেয়েছেন একটি ক্যারাভান, যা তাদের বিশ্রাম ও রসদের সংকট দূর করতে সহায়তা করে।
তুরস্কে পৌঁছেই তারা ফিরে পান নিজেদের ঘোড়াগুলো এবং রমজান মাস শুরু হয়। রোজা রেখে তারা পথ চলেন এবং ইফতারে স্থানীয়দের সঙ্গে অংশ নেন।
সৌদি আরবে প্রবেশের পর প্রশাসনিক বাধার কারণে ঘোড়াগুলো রিয়াদে রেখে তাদের মদিনা পাঠানো হয়। সৌদি সরকার ফ্লাইট ও আতিথেয়তার ব্যবস্থা করে। এরপর মদিনা থেকে তারা মক্কায় পৌঁছে হজের প্রস্তুতি নেন।
আবদেলকাদির হারকাসি আইদি বলেন, “এটা ছিল এক অসম্ভব যাত্রা, যা শুধুই আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে। আমরা শুধু হজ করতে আসিনি, বরং স্পেনের মুসলিমদের প্রতিনিধিত্ব করতেই এসেছি।”
তবে যাত্রার শেষটা কিছুটা বেদনার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও প্রশাসনিক জটিলতার কারণে ঘোড়াগুলো আর স্পেনে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের জন্য সৌদি আরবেই উন্নত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই তিন স্প্যানিশ মুসলমানের সাহসী ও অনন্য হজযাত্রা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি ইতিহাস, বিশ্বাস, আত্মত্যাগ ও মানবিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভোরের আকাশ//হ.র