ধর্ম ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০২:৪৮ এএম
সৌদিতে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, গতকাল বুধবার পর্যন্ত মোট ১২ লাখ ৫৫ হাজার ১৯৯ জন হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন।
এর মধ্যে বিমানপথে সৌদি আরবে পৌঁছেছেন ১১ লাখ ৮৬ হাজার ৮১০ জন, স্থলপথে এসেছেন ৬৩ হাজার ৩০১ জন এবং সাগরপথে আগত হজযাত্রীর সংখ্যা ৫ হাজার ৮৮ জন।
এদিকে, সৌদি আরবে ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন। এরপর ৫ জুন পালিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—আরাফাতের দিন, আর ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।
আরাফাতের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। এই দিনটি মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক মুসল্লি এ দিন রোজাও পালন করেন।
উল্লেখ্য, ইসলামের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) জীবনের শেষ হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।
ভোরের আকাশ//হ.র