স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ০১:২৩ এএম
মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্বাসরুদ্ধকর জয় পেল শ্রীলঙ্কা
হারারের প্রথম ওয়ানডেতে শেষ ওভার পর্যন্ত উত্তেজনা টিকে ছিল। জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল মাত্র ১০ রান, হাতে ছিল ২ সেট ব্যাটার—সিকান্দার রাজা ও টনি মুনইঙ্গা। ঠিক তখনই লঙ্কান অধিনায়ক ভরসা রাখলেন দিলশান মাদুশঙ্কার ওপর। বল হাতে নিয়ে তিনি যেন বাজিমাত করলেন—প্রথম তিন ডেলিভারিতেই নিলেন তিন উইকেট, তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক। শেষ তিন বলে দেন মাত্র ২ রান। তাতেই ২৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯১ রানে থেমে যায় জিম্বাবুয়ে, আর শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নেয় ৭ রানে।
প্রায় অসম্ভবকে সম্ভব করার নায়ক সিকান্দার রাজা খেললেন দুর্দান্ত ইনিংস। ৮৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসে ছিল ৮টি চার। মুনইঙ্গা (৪২*), বেন কারান (৭০) ও শন উইলিয়ামস (৫৭) লড়াই জমিয়ে দিলেও শেষ হাসি হাসতে পারল না স্বাগতিকরা।
শ্রীলঙ্কার হয়ে মাদুশঙ্কা ১০ ওভারে ৬২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাকে দারুণ সাপোর্ট দেন আসিথা ফার্নান্দো (৩ উইকেট) ও কামিন্দু মেন্ডিস (১ উইকেট)।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানরা সংগ্রহ করে ২৯৮/৬। ওপেনার পাথুম নিসাঙ্কা খেলেন দায়িত্বশীল ৯২ বলে ৭৬ রানের ইনিংস। জানিথ লিয়ানাগে থাকেন অপরাজিত ৭০ রানে। কামিন্দু মেন্ডিস ঝড় তোলেন মাত্র ৩৬ বলে ৫৭ রান করে। কুশল মেন্ডিস (৩৮) ও সাদীরা সমারাবিক্রমা (৩৫) দ্রুত ইনিংসে যোগ করেন কার্যকর রান।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট। মুজারাবানি, গওয়ান্ডু, রাজা ও উইলিয়ামস পান একটি করে উইকেট।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। রোববার একই ভেন্যুতে হবে সিরিজের শেষ ওয়ানডে, যা এখন হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য বাঁচা-মরার ম্যাচ।
ভোরের আকাশ//হ.র