ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ০১:৫৩ এএম
ছবি : সংগৃহীত
সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ফাইনাল-পরবর্তী ঘটনাপ্রবাহ কি নারী ওয়ানডে বিশ্বকাপেও প্রভাব ফেলবে? ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দল। হরমনপ্রীত কৌর কি সেদিন হ্যান্ডশেক করবেন ফাতিমা সানার সঙ্গে?
নারী বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাতিমারা তাদের সব ম্যাচ খেলবেন শ্রীলংকায়।
এশিয়া কাপের উত্তাপের পর ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। পেহেলগাম-কাণ্ডের প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের ‘বয়কট’ করেন সূর্যকুমার যাদবরা। সালমান আগাদের সঙ্গে কথা বলেননি। রীতি মেনে টসের সময় বা খেলার পর হ্যান্ডশেকও করেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন তারা।
সূর্যকুমারদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল সুর চড়িয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের নারী দলের পাশে থাকা উচিত। বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা উচিত হবে না। আমাদেরও কঠোর অবস্থান নেওয়া দরকার।’
এশিয়া কাপে হরমনপ্রীতদের ওপর যে চাপ থাকবে, তা মেনে নিয়েছেন ভারতের সাবেক নারী ক্রিকেটার শোভা পন্ডিতও। তিনি বলেছেন, ‘সংঘাতপূর্ণ পরিস্থিতি নিঃসন্দেহে খেলার বাইরেও ক্রিকেটারদের চাপে রাখবে। তবে এ পরিস্থিতিতে আমি আমাদের দলের সঙ্গেই থাকব। চাইব হরমনপ্রীতরাও যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করে। ওদের কাউকে জড়িয়ে ধরার দরকার নেই। ওদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই।’
আর এক সাবেক ক্রিকেটার সন্ধ্যা আগরওয়াল বলেন, ‘হরমনপ্রীতদের উচিত পুরুষদের দলকে অনুসরণ করা। সূর্যকুমার যেমন আচরণ করেছে, হরমনপ্রীতেরও তেমনই করা উচিত। কাউকে অসম্মান করার প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উপেক্ষাই জবাব হোক।’
ভোরের আকাশ/মো.আ.