স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৯:২৩ পিএম
ক্লাব বদলের সিদ্ধান্ত জানাতে সময় নিলেন নেইমার
জানুয়ারিতে মাত্র পাঁচ মাসের চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। ঘনিয়ে আসছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষের সময়। শৈশবের ক্লাবটিতে রয়ে যাবেন নাকি বেছে নেবেন নতুন ঠিকানা, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান তারকা।
পারস্পরিক সমঝোতায় সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত জানুয়ারিতে পাঁচ মাসের চুক্তিতে সান্তোসে যোগ দেন নেইমার। আগামী ৩০ জুন শেষ হবে সেই চুক্তি। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এখন ক্লাবটি নেইমারকে অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নে আগ্রহী।
হয়ে মাঠে ফেরেন নেইমার। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি, যেখানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তার দল। বুবাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচে লাইপজিগের বিপক্ষে শুধু প্রথমার্ধে খেলানো হয় তাকে। ৩-১ গোলে হারের পর নেইমারকে তার ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে বলেন, আমি এ নিয়ে এখনও কিছু জানি না। এমনকি এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তরও দিতে চাই না। ইতোমধ্যে আমি বলেছি আমি এখনও ভাবছি, তাই এখনই কিছু জানি না।
এরপর ১২ জুন পর্যন্ত সময়ও চেয়ে নিলেন নেইমার, আমাকে একই প্রশ্ন বারবার করার কোনো মানেই নেই। আমি প্রতিবারই একই জবাব দেবো, কারণ এটাই উত্তর। আমি সিদ্ধান্ত নেব ১২ জুনের পর।
ওই সময় থেকে মূলত ব্রাজিলের ক্লাব ফুটবলের প্রতিযোগিতা এক মাসের জন্য স্থগিত থাকবে। কারণ জুন-জুলাইয়ে চলবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোসও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়ে অন্য অপশন আছে বলে উল্লেখ করেন।
ভোরের আকাশ/এসআই