স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১১:৪০ পিএম
দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
টানা পরাজয়ের শঙ্কা কাটিয়ে সিরিজে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় পৌঁছেছে টাইগাররা। লিটন দাসের ফিফটি ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং ছিল ম্যাচের মূল ভিত্তি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। মাত্র ৭ রানে দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। প্রথমে তাওহীদ হৃদয়ের সঙ্গে এবং পরে শামীম হোসেনের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ দুটি জুটি।
লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কা। অপরদিকে শামীম হোসেন ২৭ বলে ঝড়ো ৪৮ রান করেন, যাতে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৭ রান ৭ উইকেটে।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রানআউট হন শামীম হোসেনের দুর্দান্ত থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
শুরুতেই পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে লঙ্কানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। তিনি মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাশাপাশি শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচসারাংশ:
বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)
লিটন দাস ৭৬ (৫০), শামীম হোসেন ৪৮ (২৭), তাওহীদ হৃদয় ৩১ (২৫)
বিনুরা ফার্নান্দো ৩/৩১
শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)
নিশাঙ্কা ৩২, শানাকা ২০
রিশাদ হোসেন ৩/১৮, শরীফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১
ফল: বাংলাদেশ জয়ী ৮৩ রানে
ভোরের আকাশ//হ.র