স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৭:১২ এএম
ঢাকায় পা রাখলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার (৪ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়ে সমিত বলেন, ‘বাংলাদেশের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভালো কিছু করতে চাই।’
সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত ৩০ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে চলছে প্রস্তুতি। আগামী ১০ জুন এই মাঠেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল।
এই দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ কাবরেরা। সেই দলে রয়েছেন তিন প্রবাসী ফুটবলার—সমিত সোম (কানাডা), হামজা চৌধুরী (ইংল্যান্ড) এবং ফাহামেদুল ইসলাম (ইতালি)।
এর মধ্যে ইতোমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামেদুল, যিনি ২৮ মে ঢাকায় এসে অনুশীলনে অংশ নিয়েছেন। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ঢাকায় এসেছেন ২ জুন এবং যোগ দিয়েছেন দলের অনুশীলনে।
বাংলাদেশ দলের প্রস্তুতি ও তিন প্রবাসী ফুটবলারের আগমনে এবার সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাড়ছে আশাবাদ।
ভোরের আকাশ//হ.ন