স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫ ১১:৫৭ পিএম
মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন নিকোলাস পুরান
ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি জানান, “মেরুন জার্সি গায়ে চাপানো ও দলের নেতৃত্ব দেওয়া ছিল আমার জীবনের বড় গর্ব।”
পুরান কখনো টেস্ট খেলেননি। ২০১৬ সালে টি-টোয়েন্টি ও ২০১৯ সালে ওয়ানডে অভিষেক হয় তার। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে দলে দেখা যায়নি তাকে। সম্প্রতি আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি—৫০০ রান ও ৪০টি ছক্কা হাঁকিয়েছেন এক মৌসুমে।
তার এই সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজ দলের পরিকল্পনায় বড় ধাক্কা লাগলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন পুরান।
ভোরের আকাশ।।হ.র