স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০১:৫৬ এএম
ম্যানইউতেই চোখ মার্টিনেজের, বার্সেলোনায় নয়
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। চলমান ক্লাব মৌসুমে অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন জোরালো হলেও এবার জানা গেল, গন্তব্য হতে পারে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে আলোচনার গুঞ্জন থাকলেও মার্টিনেজের মূল পছন্দ ম্যানইউ। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে তাঁর, আর এই সম্পর্কই বড় ভূমিকা রাখতে পারে দলবদলে।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, মার্টিনেজ ইতোমধ্যেই কয়েকটি শীর্ষ ইউরোপিয়ান ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইউনাইটেডে যাওয়ার আশায়। শুধু মার্টিনেজ নয়, ইউনাইটেড কোচ রুবেন আমোরিমও এই গোলরক্ষকের বড় ভক্ত।
জানা যায়, ২০২০ সালে স্পোর্টিং লিসবনে থাকাকালে আমোরিম মার্টিনেজকে দলে টানতে চেয়েছিলেন। তবে সেই সময় ভিলার কাছে হেরে যান তিনি। এবার নতুন করে আবারও সেই আগ্রহ দেখাচ্ছেন ইউনাইটেডের নতুন এই পর্তুগিজ কোচ।
বর্তমানে ইউনাইটেডের গোলপোস্ট সামলাচ্ছেন ক্যামেরুনের আন্দ্রে ওনানা। যদিও সমালোচনার মুখে থাকা এই গোলরক্ষক নিজের সামর্থ্য প্রমাণে মরিয়া। তবুও ক্লাবটি বিকল্প খুঁজছে বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় গোলরক্ষক আলতায়ে বেইন্দিরের ক্লাব ছাড়ার সম্ভাবনা এবং ওনানার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা সেই গুঞ্জন আরও জোরালো করেছে।
এরই মধ্যে ইউনাইটেড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে। এবার তাদের নজরে দক্ষিণ আমেরিকার আরও এক তারকা—এমিলিয়ানো মার্টিনেজ। সময়ই বলে দেবে, বার্সার গুঞ্জন ছাপিয়ে ইউনাইটেডের জার্সিতেই দেখা যাবে কিনা মার্টিনেজকে।
ভোরের আকাশ//হ.র