দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি
একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা আগামী জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব। একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি।
কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’
গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার।তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।ভোরের আকাশ/এসএইচ
ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি।৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।ভোরের আকাশ/এসএইচ
একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা আগামী জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব। একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি। কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।ভোরের আকাশ/এসএইচ
ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের গোধূলিবেলায় আছেন। বড়জোর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে তাঁকে। তবে বিদায় নেওয়ার আগেই ফুটবলমঞ্চে হয়তো নিজের উত্তরসূরি রেখে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। শুধু রেখে যাচ্ছেন বললে অবশ্য কম বলা হবে, রোনালদোর ছেলেকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িও শুরু হতে পারে।রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য ৫টি দেশের মধ্যে শেষ পর্যন্ত কোনটিতে খেলবে, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা।এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।২০১০ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম গ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবনে না রোনালদো। তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। দুই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ড দলে খেলাতে পারেন রোনালদো।ভোরের আকাশ/এসএইচ
দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি
একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা আগামী জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব। একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি।
কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’
গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার।তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।ভোরের আকাশ/এসএইচ
ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি।৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।ভোরের আকাশ/এসএইচ
একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা আগামী জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব। একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি। কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।ভোরের আকাশ/এসএইচ
ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের গোধূলিবেলায় আছেন। বড়জোর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে তাঁকে। তবে বিদায় নেওয়ার আগেই ফুটবলমঞ্চে হয়তো নিজের উত্তরসূরি রেখে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। শুধু রেখে যাচ্ছেন বললে অবশ্য কম বলা হবে, রোনালদোর ছেলেকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িও শুরু হতে পারে।রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য ৫টি দেশের মধ্যে শেষ পর্যন্ত কোনটিতে খেলবে, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা।এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।২০১০ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম গ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবনে না রোনালদো। তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। দুই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ড দলে খেলাতে পারেন রোনালদো।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন