স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১১:১৪ পিএম
এবার পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে প্রথমদিকে দল না পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়াচ্ছে বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন সাকিব। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করলেও শিগগিরই পাকিস্তানে যাবেন এবং দলভুক্ত হয়ে মাঠে নামবেন।
যদিও লাহোর কালান্দার্স এখনও আনুষ্ঠানিকভাবে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা দেয়নি, তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে—দুই পক্ষের মধ্যে সব বিষয় চূড়ান্ত হয়ে গেছে।
সাকিব এর আগেও পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হওয়ার পর তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে ১৪টি ম্যাচে অংশ নিয়ে ১৮১ রান করার পাশাপাশি ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। তার ব্যাটিং গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ইকোনোমি রেট ৭.৩৯।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা হ্রাস পাওয়ায় ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে পিএসএলের বাকি অংশ। সংশোধিত সময়সূচিতে অনেক বিদেশি খেলোয়াড় অনুপস্থিত থাকায় দলগুলোকে নতুন করে খেলোয়াড় দলে নিতে হচ্ছে। সেই প্রেক্ষিতেই সাকিবকে যুক্ত করছে লাহোর কালান্দার্স।
ভোরের আকাশ/হ.র