এএইচএফ কাপ হকি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ১০:০০ এএম
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
এএইচএফ কাপ হকির নবম আসরে দুর্দান্ত শুরু করেছে শিরোপাধারী বাংলাদেশ। শুক্রবার (১২ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজের দল। ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ফরোয়ার্ড সোহানুর রহমান সবুজ।
এর আগে কাজাখস্তানের বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ। এ ম্যাচে ৩৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিলো খেলা। আর তাতেই কাজাখস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের শঙ্কা জেগেছিলো বাংলাদেশের।
এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকেন সোহানুর রহমান সবুজরা। শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তানের জালে ৪ গোল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এর আগে ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে রবিবার (২০ এপ্রিল) স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
ভোরের আকাশ/এসএইচ
এএইচএফ কাপ হকি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ঘন্টা আগে
আপডেট : ১০ ঘন্টা আগে
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
এএইচএফ কাপ হকির নবম আসরে দুর্দান্ত শুরু করেছে শিরোপাধারী বাংলাদেশ। শুক্রবার (১২ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজের দল। ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ফরোয়ার্ড সোহানুর রহমান সবুজ।
এর আগে কাজাখস্তানের বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ। এ ম্যাচে ৩৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিলো খেলা। আর তাতেই কাজাখস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের শঙ্কা জেগেছিলো বাংলাদেশের।
এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকেন সোহানুর রহমান সবুজরা। শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তানের জালে ৪ গোল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এর আগে ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে রবিবার (২০ এপ্রিল) স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
ভোরের আকাশ/এসএইচ