স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ০৫:২০ এএম
বিসিসিআইকে ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের জন্য বড় এক দুঃসংবাদ নিয়ে এসেছে বোম্বে হাইকোর্ট। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স কেরালা-র সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় বিসিসিআইকে দিতে হবে ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ।
এই মামলায় হাইকোর্টের রায়ে বলা হয়েছে, বিসিসিআইকে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড-কে ৩৮৫ কোটি ৫০ লাখ এবং রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ড-কে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি পরিশোধ করতে হবে। উল্লেখ্য, এই দুই প্রতিষ্ঠানই কোচি টাস্কার্স কেরালার মালিক ছিল।
২০১০ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয় কোচি টাস্কার্স কেরালা, কিন্তু দলটির ফ্র্যাঞ্চাইজি ফি সংক্রান্ত জটিলতায় এক বছর পরই, ২০১১ সালের সেপ্টেম্বরে, তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই। অভিযোগ ছিল, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ১০ শতাংশ ফি, যা প্রায় ১৫৬ কোটি রুপি, পরিশোধ করতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি।
তবে মালিকানা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এর ফলে বিলম্বিত পেমেন্টই ছিল মূল কারণ বলে জানানো হয় তখন। চুক্তি বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে কোচি ফ্র্যাঞ্চাইজি এবং ২০১৫ সালে নিযুক্ত সালিশকারীরা বিসিসিআইকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন।
বিসিসিআই সে সময় ক্ষতিপূরণ না দিয়ে ফ্র্যাঞ্চাইজিকে পুনরায় আইপিএলে অন্তর্ভুক্তির প্রস্তাব পায়, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। বোর্ড এরপর আপিল করে এবং শেষ পর্যন্ত বোম্বে হাইকোর্টে এসে সেই রায় বহাল থাকে।
বিসিসিআই চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে, এবং সে জন্য তাদের হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ//হ.র