স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১২:৩৫ এএম
সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন ফাফ ডু প্লেসি
বয়স ৪১ ছুঁই ছুঁই, কিন্তু ফাফ ডু প্লেসির ব্যাটে এখনও আগুন ঝরছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও বেশ দাপুটে তিনি। দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটার এবার সেঞ্চুরি করে গড়েছেন নতুন এক রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। গত শুক্রবার (২০ জুন) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ম্যাচে ঝড়ো এক সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র ৫১ বলে শতক পূর্ণ করে হয়ে ওঠেন টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বয়সে সেঞ্চুরি করা ব্যাটার।
৪০ বছর ৩৪২ দিন বয়সে এই কীর্তি গড়েন ডু প্লেসি। এই তালিকায় তার চেয়ে ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউড (৪১ বছর ৬৫ দিন) এবং গ্রায়েম হিক (৪১ বছর ৩৭ দিন)।
তবে ডু প্লেসির দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জয় পায়নি টেক্সাস সুপার কিংস। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে টেক্সাস ৫ উইকেটে ১৯৮ রান করে। কিন্তু সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দুই ওপেনার ম্যাথু শর্ট (২৯ বলে ৬১) ও ফিন অ্যালেনের (৩৫ বলে ৭৮*) ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয়।
ব্যক্তিগত পারফরম্যান্সে নতুন উচ্চতায় পৌঁছালেও দলীয় সাফল্য থেকে বঞ্চিতই থাকতে হলো ফাফ ডু প্লেসিকে।
ভোরের আকাশ//হ.র