ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১০:৪৬ এএম
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
বিশ্ব ফুটবলে নতুন উত্তেজনার নাম সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ। ফিফার উদ্যোগে ২০২৫ সাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে চলছে নানা বিতর্ক। আর এই বিতর্কে সরব কণ্ঠ হয়ে উঠেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফিফার সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের তীব্র সমালোচনা করেছেন তিনি।
তার স্পষ্ট বক্তব্য—‘এই প্রতিযোগিতাকে ফুটবল ক্যালেন্ডার থেকে মুছে ফেলা উচিত।’
গত সপ্তাহে এই টুর্নামেন্টকে তিনি ‘একেবারেই হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। আর এবার তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। মঙ্গলবার মাদ্রিদের এক অনুষ্ঠানে তেবাস বলেন,
‘আমার লক্ষ্য—ক্লাব বিশ্বকাপ যেন আর না হয়। আমি এতে খুবই পরিষ্কার।’
তিনি ব্যাখ্যা করেন,‘এটা রাখার কোনো প্রয়োজন নেই। এটি শুধু কিছু নির্দিষ্ট ক্লাব ও খেলোয়াড়দের কাছে অর্থ নিয়ে যাচ্ছে। এই মডেলটি ইউরোপসহ জাতীয় লিগগুলোর সম্পূর্ণ ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে।
তাছাড়া, অডিওভিজুয়াল স্বত্বেও আর নতুন করে কোনো টাকা আসছে না।’ তিনি আরো বলেন, ‘আগের মতোই রাখুন, এক সপ্তাহের একটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট। এখনকার মতো দীর্ঘ সময়জুড়ে চলার কোনো দরকার নেই। কারণ কোনো তারিখ খালি নেই।’
চলমান ক্লাব বিশ্বকাপ ঘিরে নিজের হতাশার কথাও জানান তেবাস।
‘চেলসির ম্যাচ দেখছিলাম। প্রথম ২৫ মিনিটে প্রি-সিজনের একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ বলেই মনে হয়েছে। কোনো তীব্রতা দেখিনি খেলায়।’
তবে শুধু তেবাস নন, টুর্নামেন্ট নিয়ে আপত্তি তুলেছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর সভাপতি আন্দ্রে ভিয়াস-বোয়াসও। তিনি জানান, ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের কারণে দলবদলের সময় নতুন খেলোয়াড় দলে ভেড়ানো কঠিন হয়ে উঠেছে।
চলতি বছরের ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপটি ১৪ জুলাই পর্যন্ত চলবে। ৩২টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।
ভোরের আকাশ/আজাসা