স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ০৮:৫২ পিএম
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আন্দ্রে অ্যাডামসের পর এবার অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে দলে সঙ্গে যোগ দেবেন তিনি।
সোমবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
অ্যাডামসের বিদায়, তাসকিনদের নতুন কোচ হচ্ছেন টেইটঅ্যাডামসের বিদায়, তাসকিনদের নতুন কোচ হচ্ছেন টেইট| ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের যোগ দিয়ে খুশি টেইট।
বিসিবির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টেইট বলেন, ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সম্প্রতি বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।
টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া, বোলিং কোচিং করিয়েছেন আফগানিস্তানের পেসারদেরও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দলটিকে লিগ পর্বে দ্বিতীয় স্থানে তুলেছিলেন টেইট। তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।
আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পেস বোলিং কোচ অ্যাডমসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে অ্যাডামসের।
ভোরের আকাশ/এসআই