নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৯:৫৬ পিএম
পিএসএলে ফিরে যা বললেন সাকিব
প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর এবার পিএসএল দিয়ে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আগামীকালের ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল আর সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।
শনিবার (১৭ মে) দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানায় তার প্রত্যাশার কথা।
ভিডিও বার্তায় সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।
দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের পরিবর্তে। তবে শুধু মিচেলই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর স্কোয়াডে। রাজনৈতিক কারণে টুর্নামেন্টে বিরতির পর দলে ফেরেননি ডেভিড ভিসা এবং স্যাম বিলিংস। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও অনুপস্থিত। সব মিলিয়ে দলে এসেছে বড় পরিবর্তন। এই অনুপস্থিতির সুযোগেই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব।
সাকিব এর আগে পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অধ্যায় আর তা শুরু হচ্ছে টিকে থাকার ম্যাচ দিয়ে। সাকিবের অভিজ্ঞতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
ভোরের আকাশ/এসআই