স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৫ ১২:২৫ এএম
৯ বছর পর আইপিএলের ফাইনালে কোহলির বেঙ্গালুরু
আইপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্ম বজায় রেখে ৯ বছর পর ফাইনালে উঠেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি, হাতে ছিল ৬০ বল ও ৮ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় দলীয় ৩০ রানে আউট হন কোহলি। তিনি ১২ বলে ১২ রান করে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন। এরপর মায়াঙ্ক আগারওয়াল ১৩ বলে ১৯ রান করে মুশির খানের শিকার হন।
তবে ফিল সল্ট ছিলেন দুর্দান্ত ফর্মে। মাত্র ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। রজত পাতিদারও ছিলেন অপরাজিত, ৮ বলে করেন ১৫ রান।
এর আগে ব্যাট হাতে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ওপেনার প্রিয়ানশ আরিয়া করেন ৭ রান, প্রভশিমরান সিং ১৮ এবং আইয়ার ফিরেছেন মাত্র ২ রানে। ইয়াশের বোলিংয়ে বোল্ড হন নেহাল ওয়াধেরা (৮)। শেষদিকে মার্কাস স্টইনিস ২৬ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৮ রান করলেও দলকে সম্মানজনক স্কোরে নিতে ব্যর্থ হন।
এই জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে জায়গা করে নিল আরসিবি।
ভোরের আকাশ//হ.র