হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ১ ঘন্টা আগে

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।

জানা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে।

চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। হার্টে রিং পরানো হয়েছে তাকে।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কে‌পি‌জে স্পেশালাইজড হস‌পিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।

তিনি আরও জানান, তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

রোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা

রোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা

ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে যা বললেন হামজা চৌধুরী

ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে যা বললেন হামজা চৌধুরী

মন্তব্য করুন