স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৮:২৮ এএম
খেলা চলাকালে পাকিস্তানের পেসারের মৃত্যু
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন। এর মাঝে আরও একটি দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ক্রিকেট মাঠেই মারা গেছেন এক তরুণ ক্রিকেটার।
সোমবার (৫ মে) পাকিস্তানের বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচে বোলিংয়ের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দেশটির উদীয়মান পেসার আলীম খান। দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ইনামউল্লাহ খান ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বোলিং করার সময় হঠাৎ করে আলীম মাটিতে পড়ে যায়। আমরা দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর ফেরেনি।
পিসিবির ডিরেক্টর অব ডমেস্টিক ক্রিকেট আব্দুল্লাহ খুররম নিয়াজি এক শোকবার্তায় বলেন, আলীম খানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা রইল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বান্নুর নিজ এলাকায়ই দাফন করা হয়েছে তরুণ এই পেসারকে। স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই নিজেকে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন আলীম খান। তবে ভাগ্যের নির্মম পরিহাসে থেমে গেল এক প্রতিভাবান ক্রিকেটারের স্বপ্নযাত্রা।
ভোরের আকাশ/এসএইচ