স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১২:৫৩ পিএম
রেফারি পছন্দ নয় তাই ‘ফাইনাল বয়কটের’
রাতে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, ফাইনালের আগে ম্যাচ রেফারিদের করা রিয়ালকে নিয়ে করা তির্যক মন্তব্যে ক্ষিপ্ত ক্লাবটি। রেফারি পরিবর্তন না করলে ফাইনাল বর্জনও করতে পারে তারা। ব্যাপারটি গভীরভাবে বিবেচনা করবে রিয়াল।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ অফিসিয়ালদের সাম্প্রতিক মন্তব্য ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ এবং এতে রেফারিরা রিয়ালের প্রতি স্পষ্ট ও প্রকাশ্য বিদ্বেষ দেখাচ্ছেন।
গতকাল রাতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় রিয়াল। তাদের দাবি, ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফাইনালের একটি দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই রেফারিরা পূর্বপরিকল্পিতভাবে আরও একবার পরিষ্কার ও প্রকটভাবে বিদ্বেষ ও শত্রুতা প্রকাশ করেছে।
রিয়ালের মতে, ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দায়িত্বশীল এবং রেফারিং প্রতিষ্ঠান যথাযথ কাজ করবে। তারা যে ইনস্টিটিউশনের প্রতিনিধিত্ব করেন, সেটার সম্মান রক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেবে। বিবৃতির পরও তারা সাড়া না দিলে শেষ পর্যন্ত ফাইনালে রিয়াল নাও খেলতে পারে বলে প্রতিবেদন হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এরই মধ্যে রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি তারা। বাতিল করেছে সংবাদ সম্মেলন। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করেছে রিয়াল। ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না ফ্লোরেন্তিনো পেরেজ।
ক্লাবের টেলিভিশন চ্যানেলের ‘রিয়াল মাদ্রিদ টিভি’ সম্প্রচারিত একটি ভিডিওতে ম্যাচ রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোয়েচিয়ার প্রতি তীব্র সমালোচনা করা হয়। গতকাল সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন বেংগোয়েচিয়া, জানান যে ক্লাবটির সমালোচনার কারণে তার পারিবারিক জীবনেও চাপ তৈরি হয়েছে। ‘যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে, তার বাবা একজন চোর তখন সেটা সত্যিই ভয়ানক।’- বলেন বেংগোয়েচিয়া, চোখের পানি মুছতে মুছতে।
পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিয়ালের আবেদনে রেফারি বদলানো নিষেধ আরএফইএফের, আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না।
ভোরের আকাশ/ এসআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৮ ঘন্টা আগে
আপডেট : ৮ ঘন্টা আগে
রেফারি পছন্দ নয় তাই ‘ফাইনাল বয়কটের’
রাতে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, ফাইনালের আগে ম্যাচ রেফারিদের করা রিয়ালকে নিয়ে করা তির্যক মন্তব্যে ক্ষিপ্ত ক্লাবটি। রেফারি পরিবর্তন না করলে ফাইনাল বর্জনও করতে পারে তারা। ব্যাপারটি গভীরভাবে বিবেচনা করবে রিয়াল।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ অফিসিয়ালদের সাম্প্রতিক মন্তব্য ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ এবং এতে রেফারিরা রিয়ালের প্রতি স্পষ্ট ও প্রকাশ্য বিদ্বেষ দেখাচ্ছেন।
গতকাল রাতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় রিয়াল। তাদের দাবি, ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফাইনালের একটি দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই রেফারিরা পূর্বপরিকল্পিতভাবে আরও একবার পরিষ্কার ও প্রকটভাবে বিদ্বেষ ও শত্রুতা প্রকাশ করেছে।
রিয়ালের মতে, ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দায়িত্বশীল এবং রেফারিং প্রতিষ্ঠান যথাযথ কাজ করবে। তারা যে ইনস্টিটিউশনের প্রতিনিধিত্ব করেন, সেটার সম্মান রক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেবে। বিবৃতির পরও তারা সাড়া না দিলে শেষ পর্যন্ত ফাইনালে রিয়াল নাও খেলতে পারে বলে প্রতিবেদন হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এরই মধ্যে রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি তারা। বাতিল করেছে সংবাদ সম্মেলন। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করেছে রিয়াল। ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না ফ্লোরেন্তিনো পেরেজ।
ক্লাবের টেলিভিশন চ্যানেলের ‘রিয়াল মাদ্রিদ টিভি’ সম্প্রচারিত একটি ভিডিওতে ম্যাচ রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোয়েচিয়ার প্রতি তীব্র সমালোচনা করা হয়। গতকাল সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন বেংগোয়েচিয়া, জানান যে ক্লাবটির সমালোচনার কারণে তার পারিবারিক জীবনেও চাপ তৈরি হয়েছে। ‘যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে, তার বাবা একজন চোর তখন সেটা সত্যিই ভয়ানক।’- বলেন বেংগোয়েচিয়া, চোখের পানি মুছতে মুছতে।
পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিয়ালের আবেদনে রেফারি বদলানো নিষেধ আরএফইএফের, আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না।
ভোরের আকাশ/ এসআই