আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ১০:৩৩ এএম
খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি
তেহরান সফরে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ। এ সময় তিনি সৌদি বাদশাহর একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দেন।
শুক্রবার (১৮ এপ্রিল) আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের মন্ত্রীকে বলেন, আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।
তিনি আরও বলেন, অন্যদের (পশ্চিমা) ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের (দেশগুলো) মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে।
সৌদির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনও উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।
ইরানে সফররত সৌদির প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গেও বৈঠক করেছেন। সূত্র: আল আরাবিয়া
ভোরের আকাশ/এসএইচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ ঘন্টা আগে
আপডেট : ১০ ঘন্টা আগে
খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি
তেহরান সফরে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ। এ সময় তিনি সৌদি বাদশাহর একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দেন।
শুক্রবার (১৮ এপ্রিল) আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের মন্ত্রীকে বলেন, আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।
তিনি আরও বলেন, অন্যদের (পশ্চিমা) ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের (দেশগুলো) মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে।
সৌদির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনও উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।
ইরানে সফররত সৌদির প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গেও বৈঠক করেছেন। সূত্র: আল আরাবিয়া
ভোরের আকাশ/এসএইচ