× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান যুদ্ধ

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতীয় গণমাধ্যমের দাবি ৭০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১২:০০ পিএম

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতীয় গণমাধ্যমের দাবি  ৭০

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতীয় গণমাধ্যমের দাবি ৭০

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় হামলায় ছয়টি এলাকায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

অপরদিকে পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (৭ মে) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি বলছে, সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে ৭০‘ সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। অপারেশন সিন্দুর নামে এই হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন ‘সন্ত্রাসী’ আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ। এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় হামলায় ছয়টি এলাকায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।  ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। 

এদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। পাকিস্তান দাবি করছে, ভারতের তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। কাশ্মীরে বিমানের ধ্বংসাবশেষের ছবিতে তাদের দাবিই জোরালো হলো।

ভারত শাসিত কাস্মিরের পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।তবে দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন

 রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের

রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের

 "আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে" — শাহবাজ শরিফ

"আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে" — শাহবাজ শরিফ

সংশ্লিষ্ট

ভারতের ৫ বিমান ভূপাতিত, আমরা পিছিয়ে নেই: শাহবাজ শরিফ

ভারতের ৫ বিমান ভূপাতিত, আমরা পিছিয়ে নেই: শাহবাজ শরিফ

ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব

ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব

ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

পাকিস্তানি হামলায় ভারতে নিহত ১০

পাকিস্তানি হামলায় ভারতে নিহত ১০