আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ০৪:৩৮ পিএম
বিয়ের আসরে হবু শাশুড়িকে দেখে পালালেন বর
ভারতের উত্তরপ্রদেশে এক বিয়ের আসরে ঘটলো চাঞ্চল্যকর কাণ্ড। পাত্রী বদল করে তার মাকে বধূবেশে বসানো হয়েছিল! বিষয়টি টের পেতেই পাত্র বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যান। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে মিরাট শহর।
গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম প্রস্তাব নিয়ে যান পাত্রীপক্ষের বাড়িতে। সব ঠিকঠাক থাকায় বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিন আজিম কনের নাম শুনে সন্দেহে পড়েন।
এরপর ঘোমটা সরিয়ে দেখেন, বধূসাজে বসে আছেন মানতাশা নন বরং তার মা। সাথে সাথে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আসর থেকে বেরিয়ে যান। পরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। তিনি জানান, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৬ ঘন্টা আগে
আপডেট : ৬ ঘন্টা আগে
বিয়ের আসরে হবু শাশুড়িকে দেখে পালালেন বর
ভারতের উত্তরপ্রদেশে এক বিয়ের আসরে ঘটলো চাঞ্চল্যকর কাণ্ড। পাত্রী বদল করে তার মাকে বধূবেশে বসানো হয়েছিল! বিষয়টি টের পেতেই পাত্র বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যান। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে মিরাট শহর।
গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম প্রস্তাব নিয়ে যান পাত্রীপক্ষের বাড়িতে। সব ঠিকঠাক থাকায় বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিন আজিম কনের নাম শুনে সন্দেহে পড়েন।
এরপর ঘোমটা সরিয়ে দেখেন, বধূসাজে বসে আছেন মানতাশা নন বরং তার মা। সাথে সাথে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আসর থেকে বেরিয়ে যান। পরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। তিনি জানান, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ