আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০৯:৩৮ এএম
গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
রোববার (২৩ মার্চ) গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছে। যার ফলে নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, তাদের সর্বশেষ পরিসংখ্যানে ২৩৩ জন নিখোঁজ ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মৃত্যু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক হাজার ২১৮ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
ভোরের আকাশ/এসএইচ