ছবি : সংগৃহীত
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র।
মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ব্যালটে তার নাম ছিল না এবং চলমান অচলাবস্থার কারণে রিপাবলিকানদের এমন ফলাফল।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘ব্যালটেট্রাম্প ছিল না, আর সরকারি অচলাবস্থা—এই দুই কারণেই রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে।’ তবে তিনি কোন জরিপ সংস্থা বা তথ্যসূত্রের ভিত্তিতে এই দাবি করেছেন, তা স্পষ্ট করেননি। এর আগে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তিনি বিজয়ী হলে তা নিউইয়র্কের জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন।
এই নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রজুড়ে বড় জয় পেয়েছে। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন এবং নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনসহ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয়েছে তারা।
এদিকে নিউইয়র্কের ব্রুকলিনে মামদানির প্রচার সদর দপ্তরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শত শত সমর্থক তার বিজয়ী বক্তব্যের অপেক্ষায় উচ্ছ্বাসে মেতে আছেন।
প্রগতিশীল আন্দোলনের অন্যতম মুখ ইউটিউবার হাসান পাইকার আল জাজিরাকে বলেন, মামদানির জয় প্রমাণ করেছে— প্রার্থীরা যখন শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা সহজ করার বার্তা দেন, তখন জনগণ তাদের সমর্থন করে।
তিনি আরও বলেন, যদি আমরা মানুষের জীবনযাত্রার বাস্তব সমস্যাগুলো নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলেই দেশকে বিপথে যাওয়া বা কর্তৃত্ববাদী রাজনীতি থেকে রক্ষা করা সম্ভব।
খবর বলছে, মামদানির এই জয় শুধু নিউইয়র্ক নয়, বরং মার্কিন রাজনীতিতেও প্রগতিশীল ধারার নতুন অধ্যায় সূচনা করেছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
ইসরায়েল কি গাজা পুনর্গঠনের খরচ বহন করবে— এমন প্রশ্ন করায় একজন ইতালীয় সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোমভিত্তিক সংবাদমাধ্যম নোভা নিউজ এজেন্সির ব্রাসেলসভিত্তিক প্রতিনিধি গ্যাব্রিয়েল নুনজিয়াতি জানান, তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয় যে, তার সঙ্গে সংস্থার চুক্তি শেষ করা হচ্ছে।মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই সাংবাদিক মাত্র এক মাস আগে সেখানে কাজ শুরু করেন। ইতালির ফ্যানপেজ ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়।ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর ইউরোপীয় কমিশনের এক সংবাদ সম্মেলনে। সেখানে নুনজিয়াতি কমিশনের মুখপাত্র পাউলা পিনহোকে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনারা বহুবার বলেছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য খরচ দিতে হবে। তাহলে ইসরায়েল যেহেতু গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় সবকিছু ধ্বংস করেছে, ইসরায়েলকে কি গাজার পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করা উচিত নয়?’এই প্রশ্নের পরপরই তাকে বরখাস্ত করা হয়।ঘটনাটি ইউরোপীয় সংবাদমাধ্যমে মিডিয়া সেন্সরশিপ এবং ইসরায়েল সংক্রান্ত পশ্চিমা দ্বিচারিতার সমালোচনা তুলে এনেছে।অনেকে বলছেন, সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন তোলার অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে—বিশেষ করে যখন সেই প্রশ্নগুলো পশ্চিমা রাষ্ট্র বা তাদের মিত্রদের দায়বদ্ধতার বিষয় স্পর্শ করে।ভোরের আকাশ/মো.আ.
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সি প্রগতিশীল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি শহরের ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয়ে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র নির্বাচিত হলেন। তবে তার এই সাফল্যের পেছন রয়েছেন একজন নারী। যার নাম রামা দুয়াজি।রামা দুয়াজি হলেন জোহরান মামদানির স্ত্রী। তাকে প্রকাশ্যে কম দেখা গেলেও, পরিকল্পনা থেকে শুরু করে নির্বাচনি প্রচার, ডিজাইন এবং বার্তাও গোপনভাবে তৈরি করেছেন তিনি। রামা দুয়াজির নির্বাচনি কৌশলের কারণে মামদানির মেয়র পদের প্রচারের ভিজ্যুয়াল পরিচয় এবং ডিজিটাল বার্তা শহরের মানুষের কাছে সহজে পৌঁছায়। প্রচারের স্বেচ্ছাসেবকরা তাকে নীরব স্থপতি বলে ডাকেন।দুয়াজি নিজে মঞ্চে ওঠেননি, সাক্ষাৎকার দেননি ও সামাজিক মাধ্যমে অংশ নেননি। তিনি মনে করেন, রাজনীতি হওয়া উচিত ভাবনা ও কাজের মাধ্যমে, ব্যক্তিত্বের নয়। তার নীরব নির্দেশনা শুধু ডিজাইনেই সীমাবদ্ধ নয়; নীতিগত বার্তা তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মানুষের অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করেন। বিশেষ করে হাউজিং এবং কমিউনিটির মতো সংবেদনশীল বিষয়গুলোতে মামদানির বক্তব্য দুয়াজির সঙ্গে দীর্ঘ আলোচনার কারণে উঠে এসেছে।রামা দুয়াজি সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় দুবাইতে কিছু সময় কাটিয়েছেন এবং পরে নিউইয়র্কে স্থায়ী হন। তিনি কমিউনিকেশন ডিজাইন ও ইলাস্ট্রেশনে শিক্ষিত এবং একজন প্রতিষ্ঠিত শিল্পী ও সিরামিক শিল্পী। তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউইয়র্কার, দ্য ওয়াশিংটন পোস্টসহ বহু আন্তর্জাতিক মাধ্যমে। তার সিরামিকস কাজ নিউইয়র্ক ও লন্ডনে প্রদর্শিত হয়েছে।দুজনের পরিচয় হয় ২০২১ সালে হিঞ্জে। ২০২৫ সালের শুরুতে নিউইয়র্কে একটি সাদাসিধা অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। রামা দুয়াজি সরাসরি রাজনৈতিক মঞ্চে উপস্থিত না হলেও, মামদানির রাজনীতিতে তার ছাপ স্পষ্ট।ভোরের আকাশ/মো.আ.
বসনিয়া হার্জেগোভিনার উত্তর-পূর্বাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে ১১ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। স্থানীয় সকর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জনকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। যাদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দারাও রয়েছেন।আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও প্রধানমন্ত্রী নেরমিন নিকসিচ এই ঘটনাকে বিরাট আকারের একটি বিপর্যয় বলে অভিহিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিরাপদ হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণ তদন্ত শুরু করা হবে।বৃদ্ধাশ্রমের একজন বাসিন্দা রুজা কাজিক জানান, তিনি ভবনের তৃতীয় তলায় ছিলেন এবং একটি ক্র্যাকিং সাউন্ড শুনে তার ঘুম ভাঙে। তিনি সরকারি সম্প্রচারমাধ্যমকে বলেন, আমি জানালা দিয়ে বাইরে তাকাই এবং ওপর থেকে জ্বলন্ত জিনিস পড়তে দেখি। আমি দৌড়ে হলওয়েতে বেরিয়ে আসি। উপরের ফ্লোরগুলোতে অনেকে বিছানায় শুয়ে ছিলেন।দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বৃদ্ধাশ্রমটির উপরের তলার জানালা দিয়ে প্রবল শিখা বেরিয়ে আসছে।বৃদ্ধাশ্রমটির প্রধান মিরসাদ বাকালোভিচ বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সবাইকে তিনি চিনতেন। তিনি আরও জানান, আগুনের ভয়াবহতা দেখার পর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।বোসনিয়া হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলকো কমসিচ নিহতদের পরিবার এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, তুজলা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারে বেশ কয়েকজন রোগী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার জন্য চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন।ভোরের আকাশ/তা.কা
সুদানের উত্তর করদোফানের আল লুয়াইব গ্রামে একটি জানাজায় ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় একজন কর্মকর্তা সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন।সোমবার (৩ নভেম্বর) অন্ত্যেষ্টির যে তাঁবুতে নারী, শিশু ও বৃদ্ধসহ গ্রামবাসী প্রার্থনা করছিলেন, সেটিকে নিশানা করে হামলা চালানো হয়। রোদঝলমলে শান্ত দুপুরে ড্রোন হামলার শব্দে মুহূর্তেই সেই নীরবতা ভেঙে ধোঁয়া, আগুন আর মানুষের আর্তনাদে ভরে ওঠে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রাদেশিক সরকার এই হামলাকে বেসামরিকদের ওপর আরএসএফের মানবতার বিরুদ্ধে অপরাধের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে। তারা আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, এই বাহিনী নিরস্ত্র মানুষের ওপর বারবার হামলা চালাচ্ছে।এর আগে আরএসএফ ঘোষণা করেছিল, তারা আল ওবেইদ শহরে হামলা চালাবে এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতে বলেছিল। সম্প্রতি তারা উত্তর করদোফানের বারা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আরএসএফ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।চলমান যুদ্ধে আরএসএফ এর আগে গেল ২৬ অক্টোবর উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল ফাশের শহর দখল করে এবং পরে সেখানে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।ভোরের আকাশ/তা.কা