ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরুর পর শুক্রবার পর্যন্ত অভিযানের উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে
৫১ হাজার ৬৫ জন। এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। 

দ্বিতীয় দফার এ অভিযানে গত ১ দিনে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

পাকিস্তানজুড়ে কেএফসিতে হামলা, গ্রেপ্তার ১৭৮

পাকিস্তানজুড়ে কেএফসিতে হামলা, গ্রেপ্তার ১৭৮

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬৪

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬৪

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’

মন্তব্য করুন