যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ দিন আগে

আপডেট : ৯ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

শনিবার আইওয়া থেকে মিনেসোটাগামী বিমানটি স্থানীয় সময় দুপুর ১২:২০ মিনিটে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়, তবে বাড়ির বাসিন্দাদের কেউ হতাহত হননি।

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কখা ভাবছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা জানিয়েছে, রোববার তারা ঘটনাস্থলে থাকবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো

মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়ালো

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮০

বিশ্বজুড়ে ঈদের আনন্দ, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে ঈদের আনন্দ, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

মন্তব্য করুন