ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া ও আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের নতুন অভিযানের ফলে গত এক সপ্তাহে গাজায় ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে হুয়ারা শহরের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা মাটিতে আবৃত অবস্থায় আল-কানৌয়ার লাশের একটি ছবিও প্রকাশ করেছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই প্রাণ হারিয়েছেন।

হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। একই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বিশ্বজুড়ে ঈদের আনন্দ, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে ঈদের আনন্দ, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

সৌদি আরবসহ ১১ দেশে ঈদ আজ

সৌদি আরবসহ ১১ দেশে ঈদ আজ

গাজায় ইসরায়েলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

মন্তব্য করুন