আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৯:৩১ এএম
গাজায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ২ জনের। সোমবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের একটি জনবহুল বাজারে বোমা হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে।
বিদ্রোহী গোষ্ঠী হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানায়, মার্কিন বাহিনী উত্তর-পশ্চিম ইয়েমেনের আমরান প্রদেশে তিনটি হামলা এবং উত্তরের মারিব প্রদেশের আল-জাওবা জেলায় আরও দুটি হামলা চালিয়েছে।
আল মাসিরাহ আরও জানায়, মারিবের সারওয়াহ জেলায় আরও চারটি হামলার ঘটনাও ঘটেছে।
ভোরের আকাশ/এসএইচ