ভারত-পাকিস্তান সংঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫ ১০:২৩ এএম
বেসামরিক মানুষ ও শিশুদের সুরক্ষায় মালালার আহ্বান
সংঘাতে লিপ্ত দুই দেশের নিরীহ বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ‘ঘৃণা ও সহিংসতা আমাদের শত্রু, আমরা একে অপরের নই।’ দুই দেশের নিরীহ নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই বিপজ্জনক সময়ে আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং পাকিস্তানে যেসব অধিকারকর্মী, শিক্ষক ও মেয়েদের সঙ্গে কাজ করি, সবার কথা ভাবছি।’
শান্তির পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মালালা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ ও কূটনীতিকে উৎসাহিত করতে হবে। শান্তিই আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির একমাত্র পথ।’
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানে স্কুলে যাওয়ার কারণে তালেবানদের গুলিতে মাথায় আহত হন মালালা। পরে ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি- যা তাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ীতে পরিণত করে।
মালালা এখন সপরিবার যুক্তরাজ্যেই বাস করছেন। এরই মধ্যে আত্মজীবনীও লিখেছেন এই নোবেলজয়ী। বইয়ের নাম ‘আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন নোবেল বিজয়ী মালালা।
ভোরের আকাশ/আজাসা