ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সরোকা মেডিকেল সেন্টার। হামলায় হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে এবং ভবনের বাইরের দেয়ালের কাচ ভেঙে গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে একযোগে ইসরায়েলের বিভিন্ন অংশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর ফলে জেরুজালেম, তেল আবিবসহ বহু এলাকায় সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।এ ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হাসপাতালে হামলা একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক কাজ।ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেন, ইরান এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেছে।শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুন ২০২৫ ০৩:৩০ পিএম
ইসরাইলের দুই যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’।তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনাসদস্য নিখোঁজ বা বন্দি হননি।এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইলি বিমানবাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে। এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে। পালটা আক্রমণে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, যার কিছু ইসরাইলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে।টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানে মোসাদ এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখান থেকেই পরিচালিত হয় হামলা। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়।ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। দেশটির রেভল্যুশনারি গার্ড পরিচালিত সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাস্তব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।সৌদি আরব, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এ সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।ভোরের আকাশ/এসএইচ