যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা এবং অবৈধ সুদের কারবারের প্রমাণসহ মোঃ মুকুল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মুকুল শিবগঞ্জ এলাকার মোহাম্মদ আইনুল ইসলামের ছেলে।শুক্রবার (১৩ জুন) ভোরে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির বাড়ি ও দোকান থেকে একটি পিস্তল, ৪৭০ পিস ইয়াবা এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে নেওয়া ব্লাংক চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্যপারপুকি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মূল লক্ষ্য ছিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মুকুল (৩৮)।সূত্র জানায়, প্রথমে মুকুলকে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হয়। পরে ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের একটি দলের উপস্থিতিতে তার বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি চায়না পিস্তল, একটি লোহার স্প্রিং স্টিক, একটি চাইনিজ কুড়াল ও ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্পও জব্দ করা হয়।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক মুকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় অবৈধভাবে উচ্চ সুদে টাকা লাগানোর কারবারের সাথেও জড়িত ছিলেন।এছাড়া তার কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ১ দিরহামের দুটি নোট ও ৫ দিরহামের একটি নোট, সিঙ্গাপুরের ২ ডলারের একটি নোট, শ্রীলঙ্কার ১০০ রুপির একটি নোট এবং ভারতের ১০ রুপির একটি নোট।পাশাপাশি বিভিন্ন দেশের ৩০টি কয়েনও জব্দ করে যৌথবাহিনী।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ০১:৫৬ পিএম
এক মাসেই হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার চাঞ্চল্যকর কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় র্যাব -১৩ অভিযান চালিয়ে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করেছে।বুধবার (২১ মে) বিকেলে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস টিম পঞ্চগড় সদর উপজেলার হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হককে (৩৩) গ্রেফতার করেন।গ্রেফতারকৃত তাজমুল উপজেলার দুওসুও ইউপির সনগাঁও চৌধুরিপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, মৃত খাইরুন নাহার (২৬) এর সাথে প্রধান আসামি তাজমুল হক (৩৩) এর আনুমানিক ৮ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। খাইরুন নাহারের কোন সন্তান না হওয়ার কারণে আসামীগণ (পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন) বিভিন্নভাবে তাজমুলকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিতে থাকেন।যার ফলে তাজমুল ও খাইরুনের মধ্যে মানসিক এবং পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত ঘটনার জের ধরে গত ২১ এপ্রিল সকাল ৮ টায় বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামস্থ তাজমুলের বসতবাড়ির ২০০ গজ দক্ষিণে বাঁশঝাড়ের মধ্যে আসামীর পিতার কবরের পাশে খাইরুনের মৃতদেহ উদ্ধার করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে খাইরুনের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ১৫।এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল গতকাল বুধবার (২১ মে) বিকাল ৫ টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।ভোরের আকাশ/জাআ
২৩ মে ২০২৫ ০৪:০৮ এএম
কনফারেন্সে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকা বাস্ট হয়ে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন।আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানী ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।ভোরের আকাশ/এসএইচ