ইহুদিবিদ্বেষ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স
ফ্রান্সে ইহুদিবিদ্বেষ বাড়ছে—মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে প্যারিস। এ কারণেই সোমবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করে।এক বিবৃতিতে ফ্রান্স জানায়, দেশটি শুরু থেকেই ইহুদিবিদ্বেষ দমনে কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে। মন্ত্রণালয়ের মতে, কুশনারের অভিযোগ আন্তর্জাতিক আইন, বিশেষত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থি, যা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।রাষ্ট্রদূত কুশনার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে লেখা এক চিঠিতে দাবি করেন, ফ্রান্সে প্রতিদিন ইহুদিরা হামলার শিকার হচ্ছেন, উপাসনালয় ও স্কুলে আক্রমণ হচ্ছে, ইহুদি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, “আজকের দিনে অ্যান্টি-জায়নিজম মানেই অ্যান্টি-সেমিটিজম।”এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি “সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল” এবং ফিলিস্তিনি ভূখণ্ডকে ইরানের আরেকটি প্রক্সি ঘাঁটিতে পরিণত করবে।এএফপির তথ্যমতে, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে অন্তত ১৪৫টি ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতির পরিকল্পনা করছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাখোঁর পরিকল্পনার বিরোধিতা করে মন্তব্য করেন, এটি “হামাসের প্রচারণাকে শক্তিশালী করার উপহার।”ভোরের আকাশ//হ.র
২৭ আগস্ট ২০২৫ ০২:৩৩ এএম
ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি
এবার ফ্রান্স, জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়।জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।এদিকে ফান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা। যেখানে প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।এ ছাড়াও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়েও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুলাই ২০২৫ ০৩:০০ পিএম
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জি৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে এটি হবে প্রথম স্বীকৃতি।বৃহস্পতিবার (২৪ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।এক্স পোস্টে ম্যাক্রোঁ লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’ তিনি আরও লিখেন, ‘শান্তি সম্ভব। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, সব বন্দীর মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’ম্যাক্রোঁ লিখেন, ‘একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে ও পুনর্নির্মাণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে।’ম্যাক্রোঁ আরও বলেন, এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে ও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে। আর এই পদক্ষেপই এই অঞ্চলের সবার নিরাপত্তায় ভূমিকা রাখবে। এর কোনো বিকল্প নেই।এক্স পোস্টে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার— সবার দায়িত্ব এটা প্রমাণ করা যে, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা চিঠি লিখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টকে (মাহমুদ আব্বাস) জানিয়েছেন বলেও উল্লেখ করেন মাখোঁ।ভোরের আকাশ/জাআ
২৫ জুলাই ২০২৫ ১১:২২ এএম
ফ্রান্সে বিয়ের রাতে বন্দুকধারীদের গুলি, কনে নিহত
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অ্যাভিগনন শহরের কাছে গৌল্ট নামের একটি গ্রামে বিয়ের রাতে বন্দুকধারীদের গুলিতে কনে নিহত হয়েছেন। আহত হয়েছেন বরসহ আরও অন্তত দুইজন। সোমবার (২৩ জুন) স্থানীয় কর্মকর্তা ও ফরাসি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নবদম্পতি বিয়ের অনুষ্ঠান শেষে হল থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। এতে ২৭ বছর বয়সী কনে নিহত হন। আহত হন ২৫ বছর বয়সী বর এবং ১৩ বছরের এক শিশু। এছাড়া আরও এক নারী হালকা আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা একটি গাড়িতে করে আসে এবং গুলি চালানোর পর পায়ে হেঁটে পালিয়ে যায়। এ সময় হলের ভেতরে ২৮ জন অতিথি উপস্থিত ছিলেন।অ্যাভিগননের প্রসিকিউটর ফ্লোরেন্স গলতিয়ে জানান, গোলাগুলির সময় হামলাকারীদের একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।হামলার পর থেকে পুলিশ হেলিকপ্টারের সহায়তায় পলাতক সন্দেহভাজনদের খুঁজতে অভিযান চালাচ্ছে।স্থানীয় মেয়র ডিডিয়ের পেরেলো বলেন, “এই হলটি এমন কিছু লোক বিয়ের জন্য বুক করেছিল, যারা আমাদের গ্রামে বসবাস করে না। এমন ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ।”গ্রামের এক রেস্তোরাঁ মালিক গিয়োম মোলিনাস বলেন, “এই ছোট গ্রামে এমন ভয়াবহ সহিংসতা শেষবার ঘটেছিল প্রায় ১২৫ বছর আগে। এই ঘটনায় পুরো গ্রামের বদনাম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”ভোরের আকাশ//হ.র
২৪ জুন ২০২৫ ০১:১৯ এএম
ইরানকে নতুন প্রস্তাব জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে সামরিক-বেসামরিক বহু স্থাপনা। শক্তিশালী দুই দেশের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও। চলমান এ যুদ্ধপরিস্থিতি সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। সংঘাত বন্ধে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তেহরানকেই চাপ দিচ্ছে দেশগুলো।রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন এসব কথা।মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়াদেফুল বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করছেন এবং উল্লেখ করেছেন যে তেহরান পূর্বে গঠনমূলক আলোচনায় প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।ওয়াদেফুল বলেন, এই সংঘাতের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। যাতে ইরান এই অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আনে।জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে তিনি বলেন, আমি আশা করি এটি এখনও সম্ভব। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন একসঙ্গে আলোচনায় প্রস্তুত।ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৩:১৪ পিএম
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স।দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। তিনি ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনকে বলেছেন, আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া। যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।ম্যাক্রোঁ বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া। যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।”ম্যাক্রোঁ আরও বলেন, “আমি এটি করব। কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনিকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন। যেটি তাদের অনেকেই করেন না।”এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ‘ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।’ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে। তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র নীতির বড় পরিবর্তন হবে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল। কারণ তারা দাবি করছে, এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ব।ভোরের আকাশ/এসএইচ