সোনার বাজারে স্বস্তি, এক সপ্তাহে দ্বিতীয়বার কমলো দাম
দেশের বাজারে ফের কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। আগামীকাল রোববার (২৯ জুন) থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।শনিবার বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, গত ২৫ জুনও সোনার দাম কমানো হয়েছিল। তার আগে মে ও জুন মাসে চার দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সাম্প্রতিক এই দাম কমানোকে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক হ্রাস হিসেবে দেখা যাচ্ছে।নতুন দামে বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য:২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭০,২৩৬ টাকা (কমেছে ২,৬২৪ টাকা)২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬২,৫০৩ টাকা (কমেছে ২,৪৯৬ টাকা)১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৩৯,২৯১ টাকা (কমেছে ২,১৩৫ টাকা)সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৫,১৭০ টাকা (কমেছে ১,৮৩২ টাকা)গত ২৫ জুন যে দামে সোনা বিক্রি হয়েছে, সেগুলো ছিল যথাক্রমে:২২ ক্যারেট: ১,৭২,৮৬০ টাকা২১ ক্যারেট: ১,৬৪,৯৯৯ টাকা১৮ ক্যারেট: ১,৪১,৪২৬ টাকাসনাতন পদ্ধতি: ১,১৭,০০২ টাকাসোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান রুপার দাম নিম্নরূপ:২২ ক্যারেট: প্রতি ভরি ২,৮১১ টাকা২১ ক্যারেট: প্রতি ভরি ২,৬৮৩ টাকা১৮ ক্যারেট: প্রতি ভরি ২,২৯৮ টাকাসনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭২৬ টাকাভোরের আকাশ//হ.র