সংগৃহীত ছবি
রাজধানীতে ৯ বছর বয়সী পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. আল আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বনানী থানার মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়।
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালী টিভি গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই উপপুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢামেকে আনা হলে রাত সোয়া ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল রাজধানীর খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বর বাড়ি, ত্রিমোহনী গলির বাসিন্দা; তিনি মৃত আব্দুল মালেকের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাদেকুল ইসলাম বলেন, রাতের দিকে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন, সোহেল খিলগাঁও থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ছিল ৩৫৪৬/এ।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীতে ৯ বছর বয়সী পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. আল আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বনানী থানার বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বনানী থানার মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়।ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালী টিভি গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই উপপুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর ২৮ নম্বর বাড়িটির ছয়তলার এক কোণ থেকে আগুন জ্বলছে। বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।এর আগে, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/জাআ