যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামে ওই গার্মেন্টস কারখানা কোনো আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তায় অবরোধ করেন।
শ্রমিকদের দাবি, গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বা কারখানাটি পুনরায় চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ থাকায় ডাইভারশন হিসেবে বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত ডাইভারশন ১. উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। ২. আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা দিয়ে তেজগাঁও যাওয়া যাবে। ৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৪. মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়া যাবে।
ভোরের আকাশ/মো.আ.