খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র জনতা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছে। ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ ও স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া ও টেকনিক্যাল স্কুল এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল ও নয় মাইল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে দেয়।চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা ও মানিকছড়িসহ বিভিন্ন এলাকায়ও একইভাবে অবরোধ পালন করা হয়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অটোরিকশাসহ ছোট আকারের কয়েকটি যানবাহন সীমিত আকারে চলাচল করছে। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটের দিন হলেও তেমন দেখা যায়নি দূরদূরান্ত থেকে আসা পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের।অবরোধ চলাকালে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।তিনি জানান, মঙ্গলবার রাতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/মো.আ.
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পিএম
কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।এর আগে, ছয় দফা দাবিতে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।আন্দোলন করা এক শিক্ষার্থী বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে।এর আগে, মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।ভোরের আকাশ/এসএইচ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১০ পিএম
বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।আউট গোয়িং এ নিম্নোক্ত ডাইভারশন দেওয়া হচ্ছেমহাখালী /জাহাঙ্গীর গেটের দিকে থেকে উত্তরামুখী যানবাহন আমতলী -গুলশান ১- গুলশান ২- হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামে ওই গার্মেন্টস কারখানা কোনো আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তায় অবরোধ করেন।শ্রমিকদের দাবি, গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বা কারখানাটি পুনরায় চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ থাকায় ডাইভারশন হিসেবে বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।প্রস্তাবিত ডাইভারশন ১. উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। ২. আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা দিয়ে তেজগাঁও যাওয়া যাবে। ৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৪. মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়া যাবে।ভোরের আকাশ/মো.আ.
২৩ আগস্ট ২০২৫ ০২:১৫ পিএম
গাজীপুরে সড়ক অবরোধ করে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, ফ্যাসিস্ট সহযোগী তিন শিক্ষকের অপসারণ, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।শিক্ষার্থীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে শিগগিরই কলেজ থেকে বদলি করতে হবে। এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এর আগে শিক্ষার্থীরা রাজবাড়ি-শিববাড়ি সড়কের অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ।ভোরের আকাশ/মো.আ.
২১ আগস্ট ২০২৫ ০৪:০০ পিএম
ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা।সরেজমিনে দেখা যায়, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারি রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) আন্দোলনকারীরা সড়কে অবস্থান করছিলেন। ভোরের আকাশ/মো.আ.