ছবি : সংগৃহীত
ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ১০টা ০৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
হঠাৎ কম্পন অনুভূত হতেই কলকাতার সল্টলেক সেক্টর–৫-এর আরডিবি সিনেমাহল এলাকার বহু অফিস কর্মী দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন এবং নিচে জমায়েত হন। শহরের আরও বিভিন্ন জায়গার বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় ঘরের পাখা, ঝুলন্ত লাইট ও দেয়াল হালকা দুলতে দেখেছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন, যেখানে মানুষকে বাড়ি-অফিস থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের জন্য কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
বাংলাদেশে গত শুক্রবার আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর পর পরই দেশে আরও তিন দফা মৃদু কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে মূল ভূমিকম্পের আফটার শক। এরই মধ্যে রোববার (২৩ নভেম্বর) নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমার, থাইল্যান্ডে ও ইন্দোনেশিয়া উপকূলে।আজ সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দমান সাগরে, যা ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। এখন পর্যন্ত এ ঘটনায় কোনোরূপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এদিন আরও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হালমাহেরাতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। উত্তর মালুকু প্রদেশের অন্তর্গত এই দ্বীপটি আগ্নেয়গিরি, ঘন বৃষ্টি অরণ্য ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত এলাকা।প্রাকৃতিক দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শুক্রবারের ভূমিকম্পের পর যে তিনবার কম্পন অনুভূত হয়েছিল, তা মূল ভূমিকম্পের আফটারশক ছিল। সাম্প্রতিক এসব ভূমিকম্প ধারাবাহিকভাবে পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভূ-পৃষ্ঠে উচ্চমাত্রার অস্থিরতা নির্দেশ করছে।ভোরের আকাশ/তা.কা
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। শুধু বিয়েটাই বাকি। বিয়ের মঞ্চে উপস্থিত হওয়ার আগে নববধূ যাচ্ছিলেন মেকাপ করতে। তবে ওই সময় বড় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। শরীরে ব্যাপক আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয় তাকে। এতে করে বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।তবে সবাইকে অবাক করে দিয়ে ওই নারীর হবু স্বামী হাসপাতালে গিয়েই বিয়ে করেন।শুক্রবার (২১ নভেম্বর) ভারতের কেরালায় ঘটে এ ঘটনা। রাজ্যের থাম্বলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও; সেই বিয়ে হয় হাসপাতালে।সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানিয়েছে, নববধূ কুমারাকুমে তার বিয়ের মেকাপ নিতে যাচ্ছিলেন। তখন তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাকে দ্রুত লেক সোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত বড় হওয়ায় তাকে জরুরি চিকিৎসা দিতে হয়।যেহেতু আগে থেকেই বিয়ের তারিখ নির্ধারণ ছিল আবার নববধূ দুর্ঘটনায় আহত হয়েছে। তাই হবুস্বামী নববধূর সম্মানে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসক, নার্স এবং পরিবারের কাছের লোকদের সামনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।হাসপাতালে বিয়ে হলেও দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন।সংবাদমাধ্যমটি জানিয়েছে, নববধূ যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন সম্পূর্ণ ঐতিহ্য অনুযায়ী আবারও বিয়ের আয়োজন করা হবে।ভোরের আকাশ/মো.আ.
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২২ নভেম্বর) এ হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন।হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজার প্রশাসন জানিয়েছে, শনিবারের হামলায় আরও ৮৭ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার প্রথমে উত্তর গাজা শহরের একটি গাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী। পরে মধ্য গাজার দেইর আর-বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার জানান, গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।আল জাজিরা জানায়, দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়, হামলার বেশির ভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের মনগড়া অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পালটা জবাবে রাফাহ অঞ্চলে তিন যোদ্ধাকে হত্যা করে তারা।এদিকে হামাস বলছে, ইসরায়েল ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা।যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে ‘নিরস্ত্র’ করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে। তবে বাস্তবে টানা ছয় সপ্তাহ ধরে আগ্রাসী হামলা থামেনি।ভোরের আকাশ/তা.কা
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েকদিন পর তার দণ্ড কার্যকর শুরু হতো। এরআগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়।দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, তার বিরুদ্ধে পুলিশই একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল। যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে।সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারে একটি সমাবেশ আয়োজন করে। যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। আর এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ তাকে এই অভিযোগে অভিযুক্ত করে। এরমধ্যে চারজনই তার বিরুদ্ধে রায় দেন।রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার পাশাপাশি বলসোনারোর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগও আনা হয়েছে। বলা হয়েছে, এই সংগঠনের মাধ্যমে জোরপূর্বক ব্রাজিলের গণতন্ত্রকে বাতিল করতে চেয়েছিলেন তিনি।২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালান। ওই হামলার প্রেক্ষিতেই মূলত বলসোনারোকে সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।তবে বলসোনারো শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করছে। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তোলা হয়েছে।ভোরের আকাশ/তা.কা