নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৬ এএম
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় যুবক গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভাটারার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল দিনগত রাত ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে।
উপপুলিশ কমিশনার বলেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/এসএইচ