ফাইল ছবি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির নেতাকর্মীরা দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখেন “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”
এদিকে পোস্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নজরে আসার পর তারা ক্ষুব্ধ হয়ে রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন। এরপর মোসফেকুরের গ্রেফতার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাত পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শ্রীবরদী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণে দীর্ঘদিনের সমস্যা কাটাতে অবশেষে ডাম্পিং ট্রাক পেলো পৌর প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদ ট্রাকের চাবি গ্রহণ করেন।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় '৩২ পৌরসভা প্রকল্প' এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয়। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই গাড়ি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।চাবি হস্তান্তর অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে। ডাম্পিং ট্রাক হস্তান্তরের ফলে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প '৩২ পৌরসভা প্রকল্প' এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর সহজিকরণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শ্রীবরদী পৌরসভার ডাম্পিং ট্রাকটি পৌর প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় একটি ডাম্পিং ট্রাক হস্তান্তর করা হয়েছে। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে।ভোরের আকাশ/জাআ
ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের মাংসসহ দুইজন আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন- আব্দুস ছালাম (৪০) ও মো. জাকারিয়া (২৫)।বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিল। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করে টহলদল। এ সময় ঢাকাগামী একটি বাসের সাইট বক্সের ভেতর তল্লাশি করে বস্তাবন্দী ককশিটে ১০ কেজি হারিণের মাংস উদ্ধার করা হয়। হাতে নাতে আটক করা হয় দুই পাচারকারীকে।পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) ভোররাতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করেন।এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে অভিযানে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
জেলার ডাসারে ডিমভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের ডাসার উপজেলার আশ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন নুর নবী।খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপের চালক হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ